ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের ট্রেনিং ক্যাম্পে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
রিয়ালের ট্রেনিং ক্যাম্পে মেসির আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ট্রেনিং একাডেমিতে জাতীয় দলের হয়ে প্রস্তুতি নেবেন বার্সেলোনা আইকন লিওনেল মেসি। বিশ্বকাপ সামনে রেখে স্পেনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ভালদেবেবাসে রিয়ালের ট্রেনিং ক্যাম্পে ঘাম ঝরাবে মেসির আর্জেন্টিনা।

অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে আগামী ২৭ মার্চ মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। তার একদিন আগে রিয়ালের ঘাঁটিতে ট্রেনিং সেশন হবে।

জানা যায়, অধিক সুযোগ-সুবিধা ও এয়ারপোর্ট কাছে হওয়ায় মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ড বেছে নেওয়া হয়েছে। সেখানেই নিজেদের ঝালিয়ে নেবেন মেসি-আগুয়েরো-হিগুয়েইন-ডি মারিয়ারা।

স্পেনকে চ্যালেঞ্জ জানানোর আগে ২৩ মার্চ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়া ইতালিকে মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। ভেন্যু ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়াম। হাইভোল্টেজ দু’টি ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।  আর্জেন্টিনা দলে ফিরলেন হিগুয়েন, বাদদিবালা-ইকার্দি

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।