ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাশিয়ায় ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ দেখছেন পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
রাশিয়ায় ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ দেখছেন পেলে ছবি: সংগৃহীত

রাশিয়ায় উত্তরসূরিদের হাতে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি দেখছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। ইউরোপের কন্ডিশনে সেলেকাওরা বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট জেতার সামর্থ্য রাখে বলে বিশ্বাস তিনবারের বিশ্বকাপ জয়ীর।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ ওয়ার্ল্ডকাপ টাইটেল উঁচিয়ে ধরেন ৭৭ বছর বয়সী পেলে। নেইমার ব্রাজিলের লিডার হতে প্রস্তুত বলেও নিজের অভিমত ব্যক্ত করেছেন তিনি।

বলা বাহুল্য, সম্প্রতি ইনজুরি আক্রান্ত নেইমারের পায়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুস্থ হতে সময় লেগে যেতে পারে দু্ই মাস, ওয়ার্ল্ডকাপের এক মাস আগে মাঠে ফিরতে পারেন।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পেলে বলেন, ‘ব্রাজিলের সব সময়ই ওয়ার্ল্ডকাপ জেতার মতো টিম থাকে। প্রস্তুতির সময়ের কারণে সাম্প্রতিক টুর্নামেন্টে আমরা অসম্পূর্ণ ছিলাম। বেশিরভাগ খেলোয়াড়ই বিদেশি লিগে খেলে। আমাদের সময়টায় তা খুব ভিন্ন ছিল। ’

‘ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তারা সুসংগঠিত, কারণ একটি পজিশনে তাদের এখন আর তিন থেকে চারজন শীর্ষ মানের খেলোয়াড় নেই। জার্মানির জন্যও তাই। যেটি গুরুত্ব দেয় সমষ্টিগতভাবে। এর আগে এটি নির্ভর করতো একক কোনো খেলোয়াড়ের ওপর। ’-যোগ করেন পেলে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।