ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বছরের শেষেও দিবালা ঝলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বছরের শেষেও দিবালা ঝলক ছবি:সংগৃহীত

জুভেন্টাসের হয়ে চলমান ইতালিয়ান সিরিআ লিগে দাপট অব্যাহত রেখেছেন পাওলো দিবালা। বছরের শেষ ম্যাচে জুভিদের দুর্দান্ত জয়ে জোড়া গোল করে দারুণ ভূমিকা রাখেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার। তার নৈপুণ্যে হেলাস ভেরোনাকে ৩-১ ব্যবধানে হারালো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

স্তাদিও মার্ক’অ্যান্তোনিও বেন্তেগোদিতে ম্যাচের ছয় মিনিটেই অবশ্য ব্লাসিস মাতুদির গোলে লিড পায় সফরকারীরা। আর এই ব্যবধানেই বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে সমতা নিয়ে নেয় ভেরোনা। ৫৯ মিনিটে মার্টিন সেজারের গোলে স্বস্তি পায় স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ৭২ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন দিবালা। লিগে এ নিয়ে ১৪টি গোল করলেন তিনি। ১৭ গোল নিয়ে শীর্ষে ইন্টার মিলানের আরেক আর্জেন্টাইন মাউরো ইকার্দি।  

১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নাপোলি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।