ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দ্বিতীয়ার্ধের গোলে জিতলো চেলসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
দ্বিতীয়ার্ধের গোলে জিতলো চেলসি সংগৃহীত ছবি

ঢাকা: পয়েন্ট টেবিলের দুই নাম্বার দল হয়েও স্ট্যামফোর্ড ব্রিজে ১২ নম্বরে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে প্রথম গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে পুরো ৪৫ মিনিট। অবশেষে ৪৬ মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন আলভেরো মোরাতা।

৪৬ মিনিটে তার দেয়া গোলে নিজেদের মাঠে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটি পায় স্বাগতিক চেলসি।

তবে গোল খেয়ে সমতায় ফিরতে বিন্দু মাত্র চেস্টার ত্রুটি করেনি ব্রাইটন।

অলআউট ফুটবল খেলে বারবারই ভাঙতে চেয়েছে চেলসির রক্ষণ। কিন্তু পারেনি। বরং ৬০ মিনিটে আৎকা এক পাল্টা আক্রমনে ব্রাইটনের রক্ষণ ভেঙে চেলসিকে ২-০তে এগিয়ে দেন মারকোস আলোন্সো।

এরপরেও ম্যাচে ফিরতে বেশ কয়েকবার গোছালো আক্রমন রচনা করে স্বাগতিকদের ভড়কে দিয়েচে ব্রাইটন। কিন্তু বিধি বাম। ভাল ফিনিশিংয়ের অভাবে জালে বল জড়ানো পারেনি। আর সেই সুবাদে নির্ধারিত সময় শেষে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

 বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এইচএল   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।