ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

সোয়ানসিকে গুড়িয়ে দিল লিভারপুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
সোয়ানসিকে গুড়িয়ে দিল লিভারপুল সংগৃহীত ছবি

ঢাকা: ফারমিনহোর জোরা গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোল গুড়িয়ে দিয়েছে লিভারপুল। দলের হয়ে বাকি তিন গোল করেছেন কৌতিনহো, আলেক্সান্ডার-আরনল্ড ও অক্সালেড চ্যাম্বারলিন।

এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অ্যানফিল্ডে প্রথমার্ধের ৬ মিনিটে মোহাম্মদ সালাহ’র পাস থেকে দারুণ ফিনিশিংয়ে লিভারপুলকে ১-০তে এগিয়ে দেন ফিলিপ কৌতিনহো।

গোল খেয়ে সমতায় ফিরতে প্রথমার্ধের বাকি সময় বেশ ভালোই লড়েছিল সফরকারীরা।

কিন্তু লাভ হয়নি। পিছিয়ে থেকেই যেতে হয়েছে বিরতিতে।

বিরতির পর আর সুযোগ পায়নি সোয়ানসি। ৫২ মিনিটে রবার্তো ফারমিনহো ব্যবধান দ্বিগুণ করেন। আর ৬৫ মিনিটে আলেক্সান্ডার-আরনল্ডের গোলে ম্যাচ থেকেই ছিটকে যায় সফরকারীরা।

এরপর ৬৬ মিনিটে ফারমিনহোর দ্বিতীয় এবং ৮২ মিনিটে অক্সালেড চ্যাম্বারলিনের প্রথম গোলে ৫-০ এর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।