ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

মাশরাফি-সাকিব-মুশফিকদের প্রশংসায় সিক্ত বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
মাশরাফি-সাকিব-মুশফিকদের প্রশংসায় সিক্ত বাঘিনীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলার বাঘিনীদের প্রশংসায় জোয়ারে ভাসাচ্ছেন সবাই। সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিয়েছে বাংলাদেশের কিশোরীরা। এমন ঈর্ষণীয় সাফল্যে মারিয়া-তহুরাদের অভিনন্দন জানাতে ভোলেননি জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকারা।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থেকে শুরু করে টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ প্রত্যেকেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মেয়েদের ফুটবল বন্দনায় মাতেন।  ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশের পতাকা ও সাফের ট্রফি হাতে অ-১৫ খেলোয়াড়দের উচ্ছ্বাসের ছবি পোস্ট করেছেন মাশরাফি।

ক্যাপশন জুড়ে দেন, ‘ভারতকে হারিয়ে আজ অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা। ’ এছাড়াও ভারতকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ওমেন’স টিমকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটের দিনবদলের কাপ্তান।

সাকিব তার ফেসবুক পোস্টে মেয়েদের উল্লাসের মুহূর্ত শেয়ার করে লেখেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ-এর ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। ’

লাল-সবুজের পতাকা হাতে মারিয়াদের ছবি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন মুশফিক, ‘আলহামদুলিল্লাহ। গ্রেট জব মেয়েরা। তোমাদের জন্য গর্বিত। ’

মাঠে কিশোরীদের উচ্ছ্বাস-উদযাপনের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ, ‘ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের মেয়েদের অভিনন্দন জানাই। ’

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।