ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

অ-১৫ কিশোরীদের এরশাদের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
অ-১৫ কিশোরীদের এরশাদের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার (২৪ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শামসুন্নাহারের একমাত্র গোলে এই ইভেন্টে প্রথম আসরের ট্রফি উঁচিয়ে ধরে লাল-সবুজের কিশোরীরা।

এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, ‘এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আমাদের নারী ফুটবল দল যে গৌরবের ইতিহাস সৃষ্টি করলো আমি আশা করি তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই কিশোরী ফুটবলাররা আগামী দিনে আমাদের দেশের জন্য আরো সুনাম ও সুখ্যাতি বয়ে আনবে বলে আমি প্রত্যাশা রাখি।

’ সাফ অ-১৫ বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিন্দন জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।