ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয়ের মাসে বাংলাদেশকে আরেকটি বিজয়োল্লাসের উপলক্ষ এনে দিলেন মারিয়া-মার্জিয়া-আনুচিং-মনিকা-তহুরা খাতুনরা। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালের মহারণে প্রতিবেশী দেশ ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে বাংলাদেশের কিশোরীরা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পর শিরোপা নির্ধারণীতেও বিজয়ের বেশে মাঠ ছাড়লো লাল-সবুজের জার্সিধারীরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন তকমা পেল গোলাম রব্বানি ছোটনের দল।

রোববার (২৪ ডিসেম্বর) গ্যালারি ভরা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তাপ ছড়ানো ম্যাচটিতে প্রথমার্ধের গোলটিই ফলাফল নির্ধারক হয়ে থাকে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম৪১ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিক শিবির। লক্ষ্যভেদ করে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান শামসুন্নাহার। আনুচিং মারমার শট গোলরক্ষকের হাত থেকে ফিরে এলে ফিরতি বল জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি। মুহূর্তেই বাঁধভাঙা উল্লাসে মাতেন দর্শকরা।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমফাইনাল সহ চার ম্যাচেই বাংলাদেশের গোলবার অক্ষত থাকলো। বাংলাদেশের কাছেই তিনটি গোল হজম করা ভারতের সমান ১৩টি গোল পূর্ণ করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমচার দলের অংশগ্রহণে ‍দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বয়সভিত্তিক শ্রেষ্ঠত্বের আসরের উদ্বোধনী দিনে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের জালে গোল উৎসব (১০-০) করে ভারত। ভুটানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমদু’দলই এক ম্যাচ হাতে রেখে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে লজ্জায় ডুবিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নেয় বাংলাদেশ অ-১৫ নারী ফুটবল দল।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।