ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ট্রেবল জয়ের আশা টিকিয়ে রাখলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ট্রেবল জয়ের আশা টিকিয়ে রাখলো বায়ার্ন ছবি:সংগৃহীত

ডিএফবি পোকাল টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে ট্রেবল জয়ের আশা টিকিয়ে রাখলো বায়ার্ন মিউনিখ। গতবার এই বুরুশিয়ার কাছে হেরেই আসর থেকে বিদায় নিয়েছিল বাভারিয়ানরা।

তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বুরুশিয়াকে আতিথিয়েতা জানায় বায়ার্ন। যেখানে ম্যাচের ১২ মিনিটেই ডিফেন্ডার জেরমি বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

আর ৪০ মিনিটে থমাস মুলার ব্যবধান দ্বিগুণ করেন।

খেলার দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে একটি গোল পরিশোধ করে বুরুশিয়া। গোলটি করেন আন্দ্রিয়া ইয়ারমোলেনকো। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।