ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
দাপুটে জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারলো বার্সা ছবি: সংগৃহীত

জমজমাট এক এল ক্লাসিকো ম্যাচই উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে উড়ছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ন্যু ক্যাম্পে দাপুটে জয় দিয়ে সান্তিয়াগো বার্নব্যুতে যাওয়ার প্রস্তুতি সেরে নিল বার্সেলোনা।

দেপোর্তিভো লা করুণকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। জোড়া গোল উদযাপনে মাতেন লুইস সুয়ারেজ ও পাওলিনহো।

পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের লিড পুনরুদ্ধার করলো কাতালানরা।

২৯ মিনিটে লিওনেল মেসির পাস থেকে সহজেই বল জালে পাঠান সুয়ারেজ। প্রথমার্ধের আগে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহো। বিরতির পরপরই সার্জি রবার্তোর পাস থেকে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান আইকন। ৭৫ মিনিটে জোড়া গোল আদায় করে নেন সামার সাইনিং পাওলিনহো। এর পাঁচ মিনিট আগে পেনাল্টি মিস করে গোলবঞ্চিত থেকে যান পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেসি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে (১৬ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন গ্রেমিওকে ১-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে রিয়াল (চ্যাম্পিয়নস লিগ জয়ী টিম এখানে অংশ নিতে পারে)। সব মিলিয়ে তিনবার মর্যাদাপূর্ণ ট্রফিটি জিতে বার্সার পাশে নাম লেখায় জিনেদিন জিদানের শিষ্যরা।

নিজেদের পরবর্তী ম্যাচেই বার্সাকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কসরা। ক্লাব বিশ্বকাপের কারণে লা লিগায় সাংঘর্ষিক সূচিতে রিয়ালের ১৬তম রাউন্ডের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। লেগানেসের বিপক্ষে ম্যাচটি আগামী বছরের ২০ অথবা ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো রোমাঞ্চ মাঠে গড়াবে। বার্নাব্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ লিগ ম্যাচটি শুরু হবে।

এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে অপরাজেয় বার্সা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪২ (১৩ জয়, ৩ ড্র)। গ্যালাকটিকোদের ১৫ ম্যাচে ৩১। ভ্যালেন্সিয়াকে টপকে দুইয়ে উঠে এসেছে অ্যাতলেতিকো। পয়েন্ট যথাক্রমে ৩৬, ৩৪। ১৬তম রাউন্ডের খেলায় এইবারের মাঠে ২-১ গোলে হেরে গেছে ভ্যালেন্সিয়া। দোপোর্তিভো আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।