ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন হামসিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন হামসিক ছবি:সংগৃহীত

দিয়েগো ম্যারোডোনা, ফুটবল বিশ্বে উজ্জ্বল এক কিংবদন্তির নাম। জাতীয় দল বা ক্লাব যেখানেই খেলেছেন, বিভিন্ন নজির স্থাপন করে এসেছেন। তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। গড়েছিলেন ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

তবে কারও রেকর্ডই চিরদিন স্থায়ী নয়। এবার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ীর রেকর্ডে ভাগ বসালেন নাপোলির অধিনায়কের দায়িত্বে খেলা মিডফিল্ডার মারেক হামসিক।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৭ ম্যাচে ১১৫টি গোল করে তিনি ম্যারাডোনাকে স্পর্শ করলেন।

সিরিআ লিগে তুরিনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে নাপোলির হয়ে একটি গোল করেন স্লোভাকিয়ান তারকা হামসিক। আর এই গোলটিই তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়।

ম্যারাডোনা ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলেছিলেন। তার সময় সাধারণ একটি দল থেকে নাপোলি দু’বার সিরিআ শিরোপা জেতে। ম্যারাডোনা অবশ্য হামসিকের থেকে প্রায় অর্ধেক ম্যাচ (২৫৯) কম খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

হামসিক ২০০৭ সালে বেরসিয়া থেকে সান পাওলোর ক্লাবটিতে পাড়ি জমান।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।