ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কলকাতায় নিজের ভাস্কর্য উন্মোচন করবেন ম্যারাডোনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
কলকাতায় নিজের ভাস্কর্য উন্মোচন করবেন ম্যারাডোনা ছবি:সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ভারতের কলকাতায় পা রাখলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিভিন্ন কারণে সফরটি এর আগে দু’বার পিছিয়ে যায়। তবে অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর আগমন হলো।

বিমানবন্দরে নেমে হাত দেখিয়ে উপস্থিত ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানান ম্যারাডোনা। জানা যায়, কলকাতায় তিনটি ভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

এর মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ম্যারাডোনা নিজের ভাস্কর্য উন্মোচন করবেন।

আরও জানা যায়, বারাসাতের একটি স্কুলের মাঠে প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন ম্যরাডোনা। তার এ সফরটি তিন দিনের। এ সময় তিনি তার বান্ধবী রোচিও অলিভাকেও সঙ্গে নিয়ে এসেছেন।

ম্যারাডোনা বর্তমানে দুবাই ভিত্তিক ক্লাব আল-ফুজাইরাহ’র কোচের দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।