ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জার্ড মুলারের পাশে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
জার্ড মুলারের পাশে মেসি ছবি: সংগৃহীত

জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি সাবেক বায়ার্ন মিউনিখ আইকন জার্ড মুলারের প্রায় ৪০ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে একটি ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনার প্রাণভোমরা।

১৯৬৫ থেকে ১৯৭৯ এ সময়ে বায়ার্নের জার্সিতে ৫৭২টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫২৫ বার লক্ষ্যভেদ করেন মুলার। দীর্ঘদিন ধরে তার এই কীর্তিটি ছিল অক্ষুণ্ন।

মেসির হাত ধরে নতুন ইতিহাস লেখার অপেক্ষা। আর একটি গোলেই ৭২ বছর বয়সী মুলারকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে ২-০ ব্যবধানের জয়ে মাইলফলক ছোঁয়া গোল উদযাপন করেন ত্রিশ বছর বয়সী মেসি। ৫২৫তম গোলের জন্য তাকে খেলতে হয়েছে ৬০৬টি ম্যাচ। এদিক থেকে এগিয়ে জার্ড মুলার।

লিগ সিজনে এটি মেসির ১৫ ম্যাচে ১৪তম গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ (২৩ ম্যাচ)। এ বছর ৪৯টি গোল করে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।