ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফরিদগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ফরিদগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফরিদগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৮নং পাইকপাড়া ইউনিয়ন ৩-১ ব্যবধানে ৯নং গোবিন্দপুর ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে।

 

ফরিদগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম মাহফুজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসম্বের ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।