ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি’অর জিতে মাঠেও দুর্দান্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ব্যালন ডি’অর জিতে মাঠেও দুর্দান্ত রোনালদো ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ছয় ম্যাচেই গোল করার রেকর্ড গড়েছেন। লা লিগায় গোলমুখ ঠিক খুলছিল না। এবার চেনা ছন্দে তা ভেদ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসির সমান রেকর্ড পঞ্চম ব্যালন ডি’অর জয়ের পর মাঠে ফিরেই জোড়া গোল উদযাপনে মাতেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ ম্যাচে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই পাঁচ গোলের লিড নেয় স্বাগতিক শিবির।

দ্বিতীয়ার্ধে আর কেউ জালের দেখা পায়নি।

ছবি: সংগৃহীতম্যাচ শুরুর আগে নিজের পাঁচটি ব্যালন ডি’অর ট্রফি (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) সামনে রেখে ফ্রেমবন্দি হন ৩২ বছর বয়সী রোনালদো। তিনদিন আগে প্যারিসের আইফেল টাওয়ারে সবশেষটি হাতে নেন।

খেলা শুরু ৩ মিনিটেই লিড এনে দেন নাচো ফার্নান্দেজ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আট মিনিট পর পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে আবারো সতীর্থদের উল্লাসের মধ্যমণি পর্তুগিজ আইকন। ৩৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান টনি ক্রুস। পাঁচ মিনিট বাদে লক্ষ্যভেদ করেন তরুণ রাইটব্যাক আখরাফ হাকিমি। বলা বাহুল্য, এবারের লিগ সিজনে ১১ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা এখন ৪টি।

ছবি: সংগৃহীতপয়েন্ট টেবিলে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে জিনেদিন জিদানের রিয়াল। ১৫ ম্যাচে গ্যালাকটিকোদের সংগ্রহ ৩১। ১ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো। পরবর্তী ম্যাচ জিতলেই ফের চারে নামবে লস ব্লাঙ্কসরা। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়ে ১৫ ম্যাচ শেষে ২ পয়েন্ট পিছিয়ে ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।