ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির টানা ১৩ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ম্যানসিটির টানা ১৩ জয় ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। যদিও ম্যাচে পিছিয়ে থাকার পর পেপ গার্দিওলার শিষ্যরা দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয়ের ধারা ধরে রাখে।

রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিচের সারির দল ওয়েস্টহ্যামকে আতিথিয়েতা জানায় সিটি। যেখানে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

এ মৌসুমে দুর্দান্ত খেলা সিটিজেনরা অবশ্য ম্যাচের প্রথমার্ধে নিজেদের সেরাটা খেলতে পারেনি। ফলে বিরতির কিছুক্ষণ আগে গোল হজম করতে হয়। প্রতিপক্ষের ইতালিয়ান ডিফেন্ডার আঞ্জেলো ওগবোন্না  হেডে গোলটি করেন।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে স্বাগতিকরা। গাব্রিয়েল জেসুসের পাসে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আর ৮৩ মিনিটে কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে টোকা দিয়ে জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ডেভিড সিলভা।

লিগে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।