ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শাপেকোয়েন্স ট্রাজেডিকে স্মরণ করলো সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
শাপেকোয়েন্স ট্রাজেডিকে স্মরণ করলো সমর্থকরা ছবি:সংগৃহীত

দেখতে দেখতে শাপেকোয়েন্স ট্রাজেডির এক বছর কেটে গেল। গতকাল গভীর রাতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক জায়গায় জড়ো হয়েছিলেন শাপেকোয়েন্স ক্লাবের সমর্থকরা। শাপেকোয়েন্সের এরিনা কোন্ডা স্টেডিয়ামে ব্যানার, পোস্টার হাতে হাজির হয়েছিলেন হাজারো অনুরাগীরা।

এক বছর আগে বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের স্মরণে চোখ ভিজিয়েছেন সমর্থকরা। হাতে ছিল মোমবাতি।

ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, ‘আমাদের চ্যাম্পিয়নদের এই শ্রদ্ধা প্রাপ্য। ’ 

কিন্তু এত আবেগ, ভালবাসার মধ্যেও একটা অস্বস্তি রইল। দুর্ঘটনায় মৃত ফুটবলারদের বেশ কয়েকজনের পরিবারের লোকেরা এখনও ক্ষতিপূরণের প্রাপ্য টাকা পাননি। যা নিয়ে তারা অভিযোগও করেন। ক্লাব পরিস্থিতি সামাল দিতে আশ্বাস দিয়েছে, শিগগিরিই প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে।

এক বছর আগে শাপেকোয়েন্স দল যাচ্ছিল দক্ষিণ আমেরিকার টুর্নামেন্টের ফাইনাল খেলতে কলম্বিয়ায়। কিন্তু ভয়াবহ বিমান–দুর্ঘটনার কবলে পড়ে দল। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন মোট ৭১ জন যাত্রী। যার মধ্যে শাপেকোয়েন্সেরই ১৯ ফুটবলার ছিলেন!‌ 

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।