ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতালোনিয়ার নিরাপত্তা নিয়ে চিন্তিত নন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
কাতালোনিয়ার নিরাপত্তা নিয়ে চিন্তিত নন জিদান ছবি: সংগৃহীত

স্বাধীনতার দাবিতে অস্থিতিশীল স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া সফর সামনে রেখে সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। জিরোনার বিপক্ষে ম্যাচ ঘিরে থাকবে সর্বোচ্চ সতর্কতা। স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এ ট্রিপটিতে ক্লাবের লোগো-প্রতীকে সজ্জিত অফিসিয়াল টিম বাস ব্যবহার করবে না মাদ্রিদ জায়ান্টরা।

আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে সাম্প্রতিক সময়ে উত্তাল ছিল কাতালোনিয়া। রাজধানী বার্সেলোনার রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গোটা বিশ্বেই ব্যাপক সাড়া ফেলে।

নিরাপত্তা শঙ্কা মাথায় রেখে গত ১ অক্টোবর ন্যু ক্যাম্পের দরজা বন্ধ রেখে দর্শনশূন্য মাঠে লাস পালমাসের বিপক্ষে নিরুত্তাপ ম্যাচ আয়োজন করেছিল বার্সা। দু’সপ্তাহ পর কাতালানদের অ্যাতলেতিকো মাদ্রিদ ট্রিপে অবশ্য কেনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এবার জিরোনার বিপক্ষে লিগ ম্যাচ খেলতে কাতালোনিয়া যেতে হবে রিয়ালকে। যা নিয়ে সাধারণ সমর্থকদের মনে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। কিন্তু এতে কান দিচ্ছেন না জিদান। তার পুরো মনোযোগ ফুটবল ঘিরে। আগামী রোববার (২৯ অক্টোবর) ‍বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ম্যাচটি শুরু হবে।

এ নিয়ে জিদানের ভাষ্য, ‘আমরা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি। সেখানে সবসময়ের মতোই নিরাপত্তা পাব। নিজেদের প্রস্তুতির দিকেই ফোকাস রাখছি, বাইরে কী ঘটতে পারে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ’ 

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।