ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নীলফামারীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
নীলফামারীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মো. আতিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ

উদ্বোধনী খেলায় ডোমারের জোড়াবাড়ি দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ডিমলার ঠাকুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।

এবার জেলা পর্যায়ের খেলায় ৬টি উপজেলার ১২টি দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।