জয়ের ফলে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে সানচেজ-জিরুদদের আর্সেনাল। নিজেদের মাঠে তৃতীয় সারির ক্লাব ডনক্যাস্টার রোভার্সকে ১-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।
এদিকে, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে আতিথ্য নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। ইংলিশ লিগে দুর্দান্ত দলটি হারতে হারতেই জিতেছে। সিটিজেনদের জার্মান মিডফিল্ডার লেরয় সানের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারায় দলটি।
এছাড়া সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে এভারটন।
বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি