ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ছেলেকে স্ট্রাইকার হওয়ার পরামর্শ রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ছেলেকে স্ট্রাইকার হওয়ার পরামর্শ রোনালদোর রোনালদো ও তার ছেলে-ছবি:সংগৃহীত

ঢাকা: বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। আক্রমণাত্মক ফুটবল খেলে কাঁপন ধরিয়ে দেন বিপক্ষকে। আর নিজের ছেলে যদি ভবিষ্যতে ফুটবলার হতে চায় তবে, স্ট্রাইকার হওয়ারই পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

সিআর সেভেনের ছয় বছরের একটি ছেলে রয়েছে। যাকে কিনা আবার ভবিষ্যতে তারকা বাবার মতো ফুটবলার বানানোর ইচ্ছে আছে।

আর রোনালদোও মনে করেন তার মতো ছেলের মাঝেও অ্যাথলেটিক গুনাবলী রয়েছে।

তবে রোনালদো অবশ্য ফুটবলার হওয়ার ব্যাপারে তার ছেলেকে কোনো ধরনের চাপ দেবেন না। এ ব্যাপারে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়ার নিজের পছন্দ মতো পেশা বেছে নিতে পারবে। তবে সে যদি ফুটবলার হয় তবে গোলরক্ষক নয়, স্ট্রাইকার হওয়ার পরামর্শ দিলেন চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী।

এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘অবশ্যই আমি চাই আমার ছেলে তার বাবার মতো ফুটবল খেলোয়াড় হোক। আমি জানি এটি কোনো সহজ চ্যালেঞ্জ না। তবে সে অন্য পেশায় যেতে চাইলে আমি বাধা দেব না। কিন্ত ফুটবলার হতে চাইলে গোলরক্ষক নয়, আমি চাইবো সে স্ট্রাইকার হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।