ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

অবনমনের আরও কাছে ফেনী সকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
অবনমনের আরও কাছে ফেনী সকার প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় ফেনী সকার (লাল জার্সি)/ছবি:সংগৃহীত

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২১তম রাউন্ডে টিম বিজেএমসির বিপক্ষে ২-১ গোলে হেরে অবনমনের আরও কাছে চলে এলো ফেনী সকার ক্লাব। কেননা, নিজেদের ২১তম ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের একেবারে তলানিতে পড়ে আছে।

ঢাকা: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২১তম রাউন্ডে টিম বিজেএমসির বিপক্ষে ২-১ গোলে হেরে অবনমনের আরও কাছে চলে এলো ফেনী সকার ক্লাব। কেননা, নিজেদের ২১তম ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের একেবারে তলানিতে পড়ে আছে।

ফেনীর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে ১১ নম্বরে উত্তর বারিধারা। লিগে দলটির বাকি আছে আর একটি মাত্র ম্যাচ। শেষ রাউন্ডের খেলায় ফেনী যদি মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে জয় পায় আর উত্তর বারিধারা যদি মোহামেডানের বিপক্ষে হেরে যায় তাহলেই কেবল অবনমন এড়াতে পারবে সকারুরা।

অবনমনের শিকার বাদ পড়া দলকে আগামী মৌসুমে খেলতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। আর এই ইভেন্টের শীর্ষ টিম উঠে আসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল সকার ক্লাব ফেনী। ১৩ মিনিটে শাহরানের গোল তাদের ১-০ তে লিড এনে দেয়।

কিন্তু, ম্যাচের শেষ পর্যন্ত তারা এই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে স্যামসন ইলিয়াসু বিজেএমসিকে ১-১ সমতায় ফেরান।

আর ৮৮ মিনিটে নাইজেরিয়ান বেবেক ফেনীর জালে বল জড়ালে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বিজেএমসি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।