ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সার ফিরে দেখা ২০১৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বার্সার ফিরে দেখা ২০১৬ ২০১৬ সালের বার্সা/ছবি:সংগৃহীত

বছর শেষের পথে। ক্লাব ফুটবল মৌসুমের অর্ধেকটা শেষ। ২০১৬ সালে বার্সেলোনার আর কোনো ম্যাচ নেই। খেলোয়াড়রা সবাই এখন ছুটির আমেজে। নতুন বছরে নতুন উদ্যমে ‍মাঠে নামতে চোখ রাখছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। গত ১২ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও তথ্য তুলে ধরেছে বার্সার অফিসিয়াল ওয়েবসাইট।

ঢাকা: বছর শেষের পথে। ক্লাব ফুটবল মৌসুমের অর্ধেকটা শেষ।

২০১৬ সালে বার্সেলোনার আর কোনো ম্যাচ নেই। খেলোয়াড়রা সবাই এখন ছুটির আমেজে। নতুন বছরে নতুন উদ্যমে ‍মাঠে নামতে চোখ রাখছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। গত ১২ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও তথ্য তুলে ধরেছে বার্সার অফিসিয়াল ওয়েবসাইট।

উড়ন্ত জয়ে (হারকিউলিসের বিপক্ষে, দুই লেগ মিলিয়ে ৮-১) কোপা দেল রের শেষ ষোলোতে উত্তীর্ণ হয়ে ছুটিতে যায় টিম বার্সা। লা লিগায় তিন পয়েন্ট পিছিয়ে থেকে, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করে বছর শেষ করেছে কাতালানরা। পাঠকদের জন্য এ বছরের বার্সাকে তুলে ধরা হলো:

•    ২০১৬ সালে তিনটি শিরোপা জিতেছে এফসি বার্সেলোনা। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

•    সব মিলিয়ে ৫৯টি ম্যাচ খেলেছে বার্সা। ৪৪ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। আটটি ড্র ও বাকি সাত ম্যাচে হারের অভিজ্ঞতা হয়।

•    এই ৫৯ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭৪ বার বল পাঠিয়েছেন লুইস এনরিকের শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোল হজম করতে হয় ৪৩ বার। অর্থাৎ, ম্যাচপ্রতি গোলের গড় ২.৯৪।

•    আক্রমণভাগের তিন তারকা ‘এমএসএন’ ত্রয়ী খ্যাত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার মিলে করেন ১২০ গোল। যার মধ্যে ৫১ বার সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তিন গোল পিছিয়ে সুয়ারেজ। নেইমার করেন ২১টি।

•    মেসি-নেইমার-সুয়ারেজের দিনে সমর্থকদের কিছু গোল উৎসবের ম্যাচ উপহায় দিয়েছে বার্সা। সবচেয়ে বড় জয় ছিল ৮-০ ব্যবধানের (দেপোর্তিভো লা করুনার বিপক্ষে)। অন্যদিকে, ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে ও সবশেষ কোপা দেল রের শেষ ৩২-এর দ্বিতীয় লেগে হারকিউলিসের জালে গোল উৎসবে (৭-০) মাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

•    ২০১৬ সাল শুরুর পর সব প্রতিযোগিতায় মোট ৩৮ জন খেলোয়াড়কে মাঠে নামান কোচ লুইস এনরিক।

•    এই ৩৮ জনের মধ্যে ১৬ জন স্কোরশিটে নাম লিখিয়েছেন।

•    সবচেয়ে বেশি পাস দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুসকেটস। ৩৪০৩ বারের প্রচেষ্টায় ৩০৮২টি সফল ছিল।

•    এনরিকের অধীনে বার্সা ‘বি’ দলের ছয়জনের সিনিয়র টিমে অভিষেক হয়। এর হলেন মারলন সান্তোস, নিলি পার্দোমো, অ্যালেক্স কার্বোনেল, বোর্জা লোপেজ, মার্ক কার্দোনা ও কার্লোস অ্যালেনা।

আগামী ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে কোপা দেল রের ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে বার্সা। বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় কোয়ার্টার ফাইনাল নির্ধারণী প্রথম লেগের ম্যাচটি শুরু হবে। তিনদিন পর (সোমবার দিবাগত রাত পৌনে ২টা) লিগ ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালকে মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।