ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
মেসির নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

কাতালান ডার্বি ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলে জয়ের রাতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান আর্জেন্টাইন সুপারস্টার।

ঢাকা: কাতালান ডার্বি ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলে জয়ের রাতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান আর্জেন্টাইন সুপারস্টার।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটিতে শেষ মিনিটে লুইস সুয়ারেজের পাসে চোখ ধাঁধানো ফিনিশিং টানেন মেসি। কাতালান ডার্বিতে এটি তার ১৫তম গোল। জোড়া গোল উদযাপনে মাতেন সুয়ারেজ। অন্য গোলটি করেন জর্ডি আলবা।

পুরো ম্যাচ জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন মেসি। বেশ কয়েকবারই জাদুকরি মুহূর্ত উপহার দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সুয়ারেজ-আলবার দু’টি গোলের নেপথ্য কারিগর মেসিই।

লিগের সর্বোচ্চ গোলস্কোরার তালিকায় সমান ১২ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন মেসি ও সুয়ারেজ। দুই গোল পিছিয়ে রিয়াল মাদ্রিদ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০১৬ সালে মেসির গোলসংখ্যা গিয়ে ঠেকল ৫১-তে। যা তাকে নিয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অন্য যে কারো চেয়ে এক বছরে সর্বোচ্চ গোলস্কোরিংয়ের শীর্ষে। সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি।

আগামী ২১ ডিসেম্বর (বুধবার) বছরের শেষ ম্যাচে হারকিউলেসের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কোপা দেল রের শেষ ষোলো নির্ধারণী ম্যাচটি শুরু হবে। প্রথম লেগের খেলা ১-১ সমতায় নিষ্পত্তি হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।