ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রোনালদোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ রিয়ালের ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ৪-২ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। হেরে গেলেও পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিক ক্লাব কাশিমা অ্যান্টলার্স।

ঢাকা: দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ৪-২ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

হেরে গেলেও পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিক ক্লাব কাশিমা অ্যান্টলার্স।

...

জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে নির্ধারিত নব্বই মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হয়। ম্যাচের ৯ মিনিটেই গ্যালাকটিকোদের লিড এনে দেন করিম বেনজেমা। প্রথমার্ধের এক মিনিট আগে স্বাগতিকদের ম্যাচে ফেরান গাকু শিবাসাকি। বিরতির পর সাত মিনিটের মাথায় জোড়া গোল পূরণ করেন ২৪ বছর বয়সী এ মিডফিল্ডার। ২-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল।

...

আট মিনিট বাদেই পেনাল্টি থেকে জিনেদিন জিদানকে স্বস্তি এনে দেন সিআর সেভেন। নির্ধারিত সময়ে আর কেউই জালের দেখা পাননি। খেলা গড়ায় এক্সট্রা টাইমে।

...

ম্যাচের ৯৭ ও ১০৪ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক উদযাপনে মাতেন ২০১৬ ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো। পর্তুগিজ আইকনের নৈপুণ্যে এক বছরের বিরতিতে ক্লাব বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।