ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ওয়ালসনের গোলে মুক্তিযোদ্ধাকে টপকে গেল ব্রাদার্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ওয়ালসনের গোলে মুক্তিযোদ্ধাকে টপকে গেল ব্রাদার্স ছবি: সংগৃহীত

অগাস্টিন ওয়ালসনের শেষ সময়ের গোলে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের ২০তম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদকে টপকে টেবিলের ৫ নাম্বারে উঠে এলো ব্রাদার্স।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: অগাস্টিন ওয়ালসনের শেষ সময়ের গোলে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের ২০তম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদকে টপকে টেবিলের ৫ নাম্বারে উঠে এলো ব্রাদার্স।

দলের হয়ে অপর গোলটি করেন মান্নাফ রাব্বি। আর উত্তর বারিধারা গোল পেয়েছে মাইকেলের আত্মঘাতি গোলের সুবাদে! ব্রাদার্সের কাছে ২-১ গোলের এই হারে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরেই পড়ে থাকলো উত্তর বারিধারা।
 
রোববার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় জাল খুঁজে পায়নি কোন দলই। তবে দ্বিতায়ার্ধের ৫১ মিনিটে অচলাবস্থা ভাঙ্গে ব্রাদার্স। কাওসার আলী রাব্বির ফ্রি-কিক থেকে বারিধারার জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন মান্নাফ রাব্বি। ৭০ মিনিটে সমতায় ফিরতে ব্রাদার্স গোল পোস্টে দারুণ এক ফ্রি-কিক নিয়েছিলেন বারিধারার ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ।
 
সৌভাগ্যই বলতে হবে বারিধারার। কেননা সবুজের ফ্রি-কিকটি সতীর্থরা কেউ মাথায় লাগাতে না পারলেও লাফিয়ে উঠে প্রতিহত করতে যাওয়া ব্রাদার্স ডিফেন্ডার ইয়নতা মাইকেলের মাথায় লেগে গোল পোস্টে ঢুকে গেলে ১-১ এ সমতায় ফেরে বারিধারা।
 
তবে শেষ পর্যন্ত সমতাটি ধরে রাখতে পারেনি কোচ রাশেদ আহমেদ পাপ্পুর শিষ্যরা। ম্যাচের ৮৭ মিনিটে বারিধারা গোল পোস্টের একেবারে সামনে থেকে মান্নাফ রাব্বির এগিয়ে দেয়া বল থেকে প্লেসিং শটে জালে বল জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাদার্সের হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসন।
 
রেফারি শেষ বাঁশি বাজানোর আগ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মৌসুমে ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।