ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ফাহিমের গোলে প্লেট পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ফাহিমের গোলে প্লেট পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: সংগৃহীত

অধিনায়ক ফাহিম মোর্শেদেরে একমাত্র গোলে জাপানের দল শোনান বেলমারকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৪ সুপার মক কাপের প্লেট পর্বে শিরোপা জিতলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে কাপ পর্বে উঠতে ব্যর্থ হওয়ার আক্ষেপটা কিছুটা হলেও ঘুঁচলো।

ঢাকা: অধিনায়ক ফাহিম মোর্শেদেরে একমাত্র গোলে জাপানের দল শোনান বেলমারকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৪ সুপার মক কাপের প্লেট পর্বে শিরোপা জিতলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে কাপ পর্বে উঠতে ব্যর্থ হওয়ার আক্ষেপটা কিছুটা হলেও ঘুঁচলো।

এ নিয়ে প্রতিযোগিতায় তিনটি গোল করলেন ফাহিম। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচটির গোল দুটিও করেন এই উঠতি মিডফিল্ডার।

রোববার (১৮ ডিসেম্বর) মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্লেট পর্বের শিরোপা নির্ধারণীতে খেলার শুরু থেকেই শোনান বেলমারের ওপর চড়াও হয় লাল-সবুজের যুবারা। আক্রমণভাগের মুহূর্মুহূ এক একটি আক্রমণ রীতিমত কাঁপন ধরিয়েছে প্রতিপক্ষের রক্ষণ সীমানায়। তবে ধারালো এক একটি আক্রমণ রচনা করলেও শুরুর দিকে সফলতা পায়নি কোচ পারভেজের শিষ্যরা।

...

ম্যাচের বয়স যখন ৩২ মিনিট তখন সফলতা ধরা দেয় বাংলাদেশ শিবিরে। ফাহিম মোর্শেদ বেলমারের জালে বল জড়িয়ে ১-০ তে ব্যবধান এনে দিয়ে উল্লাসের উপলক্ষ এনে দেন লাল-সবুজের যুবাদের।

তবে গোল হজমের পরে সমতায় ফিরতে ডিফেন্সচেঁড়া আক্রমণে বাংলাদেশ সীমানায় বেশ কয়েকবার হানা দিয়ে ৫টি ফ্রি-কিক ও ৩টি কর্ণার তুলে নিয়েছে জাপানের যুবারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল আক্রমণ ব্যর্থতায় পরিণত করে নির্ধারিত সময় শেষে ১-০ তে জয়ের উল্লাসে মেতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।