ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

মেসি, রোনালদোকে টপকে গেলেন অস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
মেসি, রোনালদোকে টপকে গেলেন অস্কার

গোল কিংবা ব্যালন ডি অ’র পুরস্কারের সংখ্যায় নয়, পারিশ্রমিকের অঙ্কে আর্জেন্টাইন ম্যাজিক বয় লিওনেল মেসি ও পর্তুগিজ গ্ল্যাডিয়েটর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান চকলেট বয় অস্কার।

ঢাকা: গোল কিংবা ব্যালন ডি অ’র পুরস্কারের সংখ্যায় নয়, পারিশ্রমিকের অঙ্কে আর্জেন্টাইন ম্যাজিক বয় লিওনেল মেসি ও পর্তুগিজ গ্ল্যাডিয়েটর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান চকলেট বয় অস্কার।

কীভাবে? বর্তমান ক্লাব চেলসি ছেড়ে জানুয়ারি থেকে অস্কার যোগ দিচ্ছেন চীনা ক্লাব সাংহাই এসআইপিজি’তে।

সাংহাই অস্কারকে দলে ভেড়াচ্ছে ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যা তাকে বিশ্বের সবচাইতে দামি প্লেয়ারের স্বীকৃতি দিচ্ছে।
 
রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে অস্কারের দল বদলের বিষয়টি শুক্রবার (১৬ ডিসেম্বর) নিশ্চিত করেছে ব্রিটিশ অনলাইন ডেইলি মেইল।
 
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সাংহাই এসআইপিজি’র সঙ্গে অস্কারের করা নতুন এই চুক্তির ফলে তার সাপ্তাহিক আয় গিয়ে দাঁড়ায় ৪ লাখ ও বার্ষিক ২০.৮ মিলিয়ন পাউন্ড। পক্ষান্তরে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিও মেসি, দুজনেরই সাপ্তাহিক আয় ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড।
 
সাংহাই’র সঙ্গে করা নতুন এই চুক্তিতে অস্কারের প্রতিদিনের আয় হবে ৫৭ হাজার ১শ’ ৪৩ পাউন্ড, প্রতি ঘণ্টার ২ হাজার ৩শ’ ৮১ ও প্রতিটি মিনিটে হবে ৩৯ পাউন্ড।
 
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।