ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

জামালপুরে মুক্তিযোদ্ধা সংসদ-আফ্রিকা একাদশের মধ্যে প্রীতি ফুটবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
জামালপুরে মুক্তিযোদ্ধা সংসদ-আফ্রিকা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বনাম ঢাকায় অবস্থানকারী আফ্রিকা একাদশের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর: মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বনাম ঢাকায় অবস্থানকারী আফ্রিকা একাদশের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ১১ নম্বর সেক্টর সদর দপ্তর কামালপুরের ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন মাঠে এ খেলার আয়োজন করা হয়।

প্রীতি ফুটবল এই খেলায় ৩-০ গোলে জয়ী হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলায় ১৫ মিনেটে কায়েস এবং ৩০ ও ৩৫ মিনিটে বাকের দু’টি গোল করেন।

খেলা শেষে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক চিশতি পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।