ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো লিভারপুল ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দারুণ খেলা লিভারপুল এবার ঘরের মাঠে হোঁচট খেল। ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইয়র্গান ক্লপের শিষ্যরা।

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দারুণ খেলা লিভারপুল এবার ঘরের মাঠে হোঁচট খেল। ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইয়র্গান ক্লপের শিষ্যরা।

রোববার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্টহামকে আতিথিয়েতা জানায় লিভারপুল। তবে ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডিভোক ওরিগির গোলে একটি পয়েন্ট পায় অল রেডসরা।

এদিন ম্যাচের পাঁচ মিনিটেই অবশ্য অ্যাডাম লালানের গোলে লিড পায় লিভারপুল। তবে ২৭ মিনিটে বিপক্ষ দলের মিডফিল্ডার দিমিত্রি পায়েত গোল করলে সমতায় ফেরে সফরকারীরা। আর বিরতির ছয় মিনিট আগে মিখায়েল অ্যান্তোনিও আরও একটি গোল করলে স্বাগতিকরা ২-১ গোলে পিছিয়ে পড়ে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচের সমতা পায় লিভারপুল। ‍ ওরিগির  গোলেই শেষ পর্যন্ত হার এড়াতে পারে দলটি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত সমতা নিয়েই মাঠ ছাড়ে ক্লপ শিষ্যরা।

এ ম্যাচ ড্র করার ফলে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রইল লিভারপুল। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। আর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।