ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ফিরলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আর্সেনালকে হটিয়ে শীর্ষে ফিরলো চেলসি ছবি: সংগৃহীত

এক রাতের ব্যবধানে হারানো অবস্থান পুনরুদ্ধার করলো দুর্দান্ত ফর্মে থাকা চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-০ গোলের ন্যূনতম ব্যবধানের জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্লুজরা।

ঢাকা: এক রাতের ব্যবধানে হারানো অবস্থান পুনরুদ্ধার করলো দুর্দান্ত ফর্মে থাকা চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-০ গোলের ন্যূনতম ব্যবধানের জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্লুজরা।

প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৯ ম্যাচ জিতে উড়ছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। তবে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ থাকে গোলশূন্য। চেলসিকে জয়সূচক গোলের জন্য ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ওয়েস্ট ব্রমের জালে বল পাঠিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা। নির্ধারিত সময়ের আগে ভিজিটরদের আর ম্যাচে ফেরা হয়নি।

এর আগে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবারের (১০ ডিসেম্বর) ম্যাচে স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে সবার উপরে উঠে আসে আর্সেনাল। কিন্তু চেলসির জয়ের ধারায় আবারো দুইয়ে নেমে গেছে গানাররা।

আগামী বুধবার (১৪ ডিসেম্বর) নিজেদের পরবর্তী লিগ ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠে নামবে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। আগের দিন একই সময়ে স্বাগতিক এভারটনের মুখোমুখি হবে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ১৫ ম্যাচ শেষে ১২ জয়, ১ ড্র ও ২ হারে ৩৭। তিন পয়েন্ট পিছিয়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।