ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিপজিগকে হটিয়ে শীর্ষে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
লিপজিগকে হটিয়ে শীর্ষে বায়ার্ন ছবি:সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় উলফসবার্গের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে ইনগোলস্টাডের বিপক্ষে টানা আট ম্যাচ জেতা লিপজিগ ১-০ গোলে হেরেছে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কার্লোস আনচেলত্তির শিষ্যরা।

ঢাকা: জার্মান বুন্দেসলিগায় উলফসবার্গের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে ইনগোলস্টাডের বিপক্ষে টানা আট ম্যাচ জেতা লিপজিগ ১-০ গোলে হেরেছে।

ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কার্লোস আনচেলত্তির শিষ্যরা।

রোববার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় উলফসবার্গকে আতিথিয়েতা জানায় বায়ার্ন। আর প্রতিপক্ষকে একের পর এক গোল বন্যায় ভাসায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  

এদিন দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি। আর একটি করে গোল করেন আরিয়েন রোবেন, থমাস মুলার ও দিয়েগো কস্তা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

এ জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন। আর ১৪ ম্যাচে সমান ৩৩ পয়েন্ট পাওয়া লিপজিগ গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।