ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্নের মাঠে হারলো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বায়ার্নের মাঠে হারলো অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে ঘরের মাঠে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে টানা ১৫ ম্যাচ জিতলো জার্মান জায়ান্টরা।

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে ঘরের মাঠে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে টানা ১৫ ম্যাচ জিতলো জার্মান জায়ান্টরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে অ্যাতলেতিকোর সামনে ছিল টানা ছয় ম্যাচেই জয়ের হাতছানি। বায়ার্নের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ন্যূনতম ব্যবধানের হারে সেই লক্ষ্য আর পূরণ হয়নি। সে যাই হোক, অ্যাতলেতিকোর পেছনে থেকেই নকআউট পর্বে উঠেছে বাভারিয়ানরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় একমাত্র গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কি। ২৮ মিনিটের মাথায় ফ্রি-কিকে স্বাগতিকদের লিড এনে দেন পোলিশ স্ট্রাইকার। ম্যাচে ফিরতে মরিয়া দিয়েগো সিমিওনের শিষ্যরা বায়ার্নের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেননি। টানা পাঁচ জয়ের পর হারের হতাশাই তাদের সঙ্গী হয়!

প্রসঙ্গত, ২০১৫-১৬ মৌসুমের রানার্সআপ অ্যাতলেতিকোর কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন।

‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বায়ার্নের সংগ্রহ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫। তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে বায়ার্ন। পাঁচ পয়েন্ট নিয়ে ছিটকে গেলেও ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানধারী রাশিয়ান ক্লাব রোস্তোভ। তলানিতে নেদারল্যান্ডসের পিএসভি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।