ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে বার্সা

লা লিগার পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আবারও মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ বুরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ। ক্যাম্প ন্যু’তে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে।

ঢাকা: লা লিগার পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আবারও মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ বুরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ।

ক্যাম্প ন্যু’তে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। এর আগে গ্রুপ পর্বের প্রথম দেখায় জার্মান ক্লাবটিকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়েছিল বার্সা।

পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা বার্সার সংগ্রহ পাঁচ ম্যাচ শেষে চার জয় ও এক হারে ১২। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বেই বাদ পড়ার সামনে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে থাকা মনশেনগ্লাড। সেল্টিকের বিপক্ষে ম্যানসিটির হার আর বার্সাকে বড় ব্যবধানে হারাতে পারলেই তাদের ভাগ্য খুলবে। তবে কাতালানরা ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে।

বার্সা ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে কোনো জার্মান ক্লাবের বিপক্ষে নিজেদের সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতে জয় ‍তুলে নিয়েছে। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল তারা। অন্যদিকে মনশেনগ্ল্যাডবাখ কোনো স্প্যানিশ প্রতিপক্ষের সঙ্গে শেষ সাত অ্যাওয়ে ম্যাচের মধ্যে একটিতে জিতেছে (২টি ড্র, ৪টি হার)। ১৯৭৪-৭৫ মৌসুমের উয়েফা কাপে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পায় দলটি।

এদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা এ নিয়ে টানা ১০টি চ্যাম্পিয়নস লিগ মৌসুমে গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করছে। এই প্রতিযোগিতায় এটিই তাদের সবচেয়ে বড় টানা সাফল্য‍। বার্সা অবশ্য সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের অবস্থানে ভালো নেই। কারণ শেষ পাঁচ ম্যাচে চার ড্রয়ের পাশাপাশি জয় পেয়েছে মাত্র একটিতে। অন্যদিকে মনশেনগ্ল্যাডবাখ জয় পায়নি কোনো ম্যাচে। তিন হারের বিপরীতে ড্র করেছে দুটিতে।

রাতে অন্য যে দলগুলো মুখোমুখি হচ্ছে: পিএসজি-লুদোগোরেটস, বাসেল-আর্সেনাল, ডায়নামো কিয়েভ-বেসিকতাস, বেনফিকা-নাপোলি, ম্যানচেস্টার সিটি-নাপোলি, বায়ার্ন মিউনিখ-অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসভি-রোস্তভ।

• ঘরের মাঠে খেলা দল আগে

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।