ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পয়েন্ট হারালেও শীর্ষে সাইফ স্পোর্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
পয়েন্ট হারালেও শীর্ষে সাইফ স্পোর্টিং ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের অষ্টম রাউন্ড শুরুর দিনে একমাত্র ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও টিএন্ডটি ক্লাব।

ঢাকা: মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের অষ্টম রাউন্ড শুরুর দিনে একমাত্র ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও টিএন্ডটি ক্লাব।

সোমবার (০৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র এই ম্যাচে অবশ্য কেউ জেতেনি।

১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে ম্যাচ।

অবশ্য ম্যাচে লিড নিয়েছিল টিএন্ডটি ক্লাব। ১৮ মিনিটে টিএন্ডটি ক্লাবের মিলন বর্মন গোল করে এগিয়ে নেন দলকে। ৪ মিনিট পরে সাইফ স্পোর্টিং ক্লাবের মতিন মিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে উভয় দল দারুণ কিছু আক্রমণ শানালেও সেগুলো গোলে পরিণত হয়নি।

এ ড্রয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব। ৮ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে টিএন্ডটি ক্লাব মতিঝিল।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।