ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের পেনাল্টিতে পয়েন্ট খোয়ালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
শেষ মুহূর্তের পেনাল্টিতে পয়েন্ট খোয়ালো ম্যানইউ ছবি: সংগৃহীত

এগিয়ে থেকেও শেষ মুহূর্তের পেনাল্টিতে হতাশাই সঙ্গী হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। এভারটনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ঘরে ফেরে রেড ডেভিলসরা। এ নিয়ে সবশেষ শেষ ১১টি লিগ ম্যাচের মধ্যে ৯টিতেই জয়হীন থাকলো ম্যানইউ। চাপ বাড়ছে কোচ হোসে মরিনহোর ওপর।

ঢাকা: এগিয়ে থেকেও শেষ মুহূর্তের পেনাল্টিতে হতাশাই সঙ্গী হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। এভারটনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ঘরে ফেরে রেড ডেভিলসরা।

এ নিয়ে সবশেষ শেষ ১১টি লিগ ম্যাচের মধ্যে ৯টিতেই জয়হীন থাকলো ম্যানইউ। চাপ বাড়ছে কোচ হোসে মরিনহোর ওপর।

এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে শৈশবের ক্লাবটির বিপক্ষে খেলতে পারেননি ওয়েইন রুনি। গুডিসন পার্কে রুনিবিহীন ম্যাচে প্রথমার্ধের ৪২ মিনিটে ভিজিটরদের লিড এনে দেন সুইডিশ আইকন জ্লাতান ইব্রাহিমোভিচ। এটি তার শেষ পাঁচ ম্যাচের মধ্যে ষষ্ঠ গোল।

এক গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল ম্যানইউ। কিন্তু বদলি হিসেবে নামা মারুয়ান ফেলাইনির ভুলের খেসারতই দিতেহ হয়। পেনাল্টি বক্সে এভারটন মিডফিল্ডার ইদ্রিসা গুয়েকে অহেতুক ট্যাকল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৮৯ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরান ডিফেন্ডার লেইটন বেইনস।

এদিকে, ম্যানইউর মতোই এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে হারের লজ্জায় ডোবে লিভারপুল। বোর্নমাউথের মাঠে গোলবন্যার ম্যাচে ৪-৩ ব্যবধানে হেরে যায় অল রেডসরা।

পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচ শেষে পাঁচ জয়, ছয় ড্র ও তিন হারে ২১ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান ষষ্ঠ। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে আট নম্বরে এভারটন। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৩৪। তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। তিনে থাকা লিভারপুলের সমান ৩০ পয়েন্টে চতুর্থ স্থানে ম্যানসিটি। ছয় পয়েন্টের লিড নিয়ে ম্যানইউর ঠিক উপরে টটেনহাম (২৭)।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।