ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সানচেজের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
সানচেজের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয় সানচেজ-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ওয়েস্টহামের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। দলের হয়ে এদিন আরও একটি করে গোল করেন মেসুত ওজিল ও অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন।

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ওয়েস্টহামের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। দলের হয়ে এদিন আরও একটি করে গোল করেন মেসুত ওজিল ও অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন।

শনিবার রাতে ওয়েস্টহামের মাঠ লন্ডন স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় আর্সেনাল। এদিন গোলের শুরুটা করেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এ গোলটিতে তাকে সহায়তা করেন সানচেজ। তবে এই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় গানারদের।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বাড়িয়ে দেয় আর্সেনাল। ফলে ম্যাচের ৭২ মিনিটে লিড দ্বিগুণ করে দলটি। সাকোদ্রান মুস্তাফির অ্যাসিস্ট থেকে চিলি তারকা সানচেজ নিজের প্রথম গোল করেন। আর ৮০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তিন মিনিট পর অবশ্য স্বাগতিক ফুটবলার অ্যান্ডি ক্যারল দলের হয়ে একটি গোল শোধ করেন (৩-১)।

৮৪ মিনিটেই আবার ব্যবধান বাড়ায় সফরকারীরা। এবার প্রথম গোলের মালিক ওজিলের সহায়তায় গোল করেন অক্সালেড-চেম্বারলেইন। আর দুই মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সানচেজ।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। লিগে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।