ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-রোনালদো নাকি গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
মেসি-রোনালদো নাকি গ্রিজম্যান ছবি: সংগৃহীত

২০০৮ সালের পর থেকে বিশ্বসেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোই পুরস্কারটি নিজেদের করে রেখেছেন। ২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইটাও হচ্ছে তাদের দু’জনের।

ঢাকা: ২০০৮ সালের পর থেকে বিশ্বসেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোই পুরস্কারটি নিজেদের করে রেখেছেন। ২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইটাও হচ্ছে তাদের দু’জনের।

তবে, এবার তাদের চ্যালেঞ্জ জানাতে থাকছেন অ্যান্তোনিও গ্রিজম্যান।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য বার্সেলোনার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো আর অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজমানের নাম ঘোষণা করেছে।

এবারের পুরস্কারটি যেতে পারে রোনালদোর ঘরেই। দুর্দান্ত এক বছর কাটিয়েছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। জাতীয় দলকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন এই ফরোয়ার্ড। তার আগেই রিয়ালের হয়ে জিতেছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।

পাঁচবারের বর্ষসেরা মেসি বার্সার হয়ে এ বছর জিতেছেন কোপা দেল রে ও লা লিগার শিরোপা। জাতীয় দল আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন কোপা আমেরিকার ফাইনালে।

কম যাননি প্রথমবারের মতো তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আসা ফ্রান্সের তারকা স্ট্রাইকার গ্রিজমান। এ বছর ঘরের মাটিতে হওয়া ইউরোয় ফ্রান্সকে স্বাগতিক হিসেবে ফাইনালে তুলেছিলেন। ক্লাব অ্যাতলেতিকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছেন।

এদিকে, বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচনেও তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন জার্মান মিডফিল্ডার মেলানি বেহরিনগের, যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েড ও ব্রাজিলের ফরোয়ার্ড মার্তা।

আগামী ৯ জানুয়ারি জুরিখে ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।