ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচিং পেশায় নামছেন জেরার্ড-ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কোচিং পেশায় নামছেন জেরার্ড-ল্যাম্পার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের কোচিং স্টাফে স্টিভেন জেরার্ড ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড যোগ দিলে কেমন হবে? হয়তো ভাবছেন এটা কীভাবে সম্ভব! দু’জনই কোচিং পেশায় নামবেন তাও আবার জাতীয় দলের হয়ে। স্বয়ং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নাকি তাদেরকে এমন প্রস্তাব দিয়েছে।

ইংলিশ ট্যাবলয়েড দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবর প্রকাশ করেছে। থ্রি লায়ন্সদের সাবেক দুই আইকন বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের এমএলএস (মেজর লিগ সকার) লিগে। একজন এলএ গ্যালাক্সিতে আরেকজন নিউইয়র্ক সিটিতে। দু’জনই গত বছর প্রিমিয়ার লিগ অধ্যায়ের ইতি ‍টানেন। বয়সে জেরার্ডের চেয়ে দুই বছরের বড় ৩৮ বছর বয়সী ল্যাম্পার্ড।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে পেশাদার ক্লাব ফুটবল ক্যারিয়ারে লিভারপুলেই ১৭ বছর কাটিয়ে দেন জেরার্ড। অল রেডসদের কাছে যিনি কিংবদন্তিতুল্য। অন্যদিকে, ল্যাম্পার্ডের হৃদয়ে বড় অংশ জুড়েই চেলসির নাম। ব্লুজদের জার্সিতে ১৩টি মৌসুম (২০০১-১৪) ছিলেন স্ট্যামফোর্ড ব্রিজে। আমেরিকায় ‍উড়াল দেওয়ার আগে এক মৌসুম (২০১৪-১৫) খেলেন ম্যানচেস্টার সিটিতে। অদূর ভবিষ্যতে তাদের কোচিং ভূমিকায় দেখা যাবে কিনা তা সময়েই বলে দেবে।

সূত্রমতে, এফএ প্রধান গ্রেগ ক্লার্ক ইংলিশ ফুটবলের উন্নতির জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি জেরার্ড ও ল্যাম্পার্ডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। এ দুই তারকা মিডফিল্ডারও নাকি কোচিং ব্যাজ পেতে দৃঢ়প্রতিজ্ঞ। যেখানে তাদের চার বছর স্থায়ী স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাই এখনই হয়তো কোচিং পেশায় নাম লেখানো হচ্ছে না। তবে জেরার্ড-ল্যাম্পার্ডের আগ্রহের বিষয়টি তো জানা গেল!

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।