ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনায় ফিরতে পারেন ফ্যালকাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
আর্জেন্টিনায় ফিরতে পারেন ফ্যালকাও ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি আর ফর্মহীনতা মিলিয়ে ভুলে থাকার মতোই সময় পার করছেন রাদামেল ফ্যালকাও। এবার কলম্বিয়ান তারকার আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।

সাবেক ক্লাব রিভার প্লেটে তার প্রত্যাবর্তন হতে পারে। স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট রোডোলফো ডি’ওনোফ্রিও এমন আভাস দিচ্ছেন। ফ্যালকাওয়ের সঙ্গে নাকি তার আলাপ আলোচনার কাজটাও হয়ে গেছে।

২০০৯ সালে পোর্তোতে নাম লেখানোর আগে রিভার প্লেটে চার বছর খেলেছিলেন ফ্যালকাও। বর্তমান অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের অধীনে ২০০৭-০৮ মৌসুমে আর্জেন্টাইন লিগ শিরোপা জিতেছিলেন সে সময়ের উঠতি স্ট্রাইকার।

ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়টা পার করেন অ্যাতলেতিকোর হয়ে। দুই মৌসুমে (২০১১-১৩) ৯১ ম্যাচে ৭০ গোল তো তারই প্রমাণ রাখে। কিন্তু স্পেনে ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি ও ফর্মহীনতায় নিজের ছায়া হয়ে থাকন ফ্যালকাও।

মোনাকো থেকে ইংল্যান্ডে পাড়ি জমালেও নিজের সেরা রূপে ফিরতে ব্যর্থই হন ফ্যালকাও। ধারের চুক্তিতে গত মৌসুমে ম্যানইউতে নাম লেখান। একইভাবে চলতি মৌসুমে চেলসির জার্সি গায়ে জড়িয়েও একই দশা! ব্লুজদের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচে মাঠে নামেন ত্রিশ বছর বয়সী এ স্ট্রাইকার।

সব মিলিয়ে ফ্যালকাও রিভার প্লেটে ফিরলে তা নিশ্চয়ই অবাক হওয়ার মতো কিছু হবে না! রোডোলফো ডি’ওনোফ্রিও তাকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘ফ্যালকাও যদি রিভার প্লেটে ফেরার সিদ্ধান্ত নেয় তবে তার জন্য দরজাটা খোলাই থাকবে। আমরা ছয় মাস আগেই এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি। ’

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।