ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ডোপিংয়ে শীর্ষ তিনে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
ডোপিংয়ে শীর্ষ তিনে ভারত

ঢাকা: দ্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) প্রকাশিত তালিকায় ডোপিংয়ে শীর্ষে রয়েছে রাশিয়া ও ইতালির অ্যাথলেটরা। অবাক করা বিষয় হলো, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রকাশ করা তালিকায় এই দুই দেশের পরেই রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

 

ওয়াডার প্রকাশিত বার্ষিক রিপোর্টে ২০১৪ সালে ডোপিংয়ের ব্লাকলিস্টে রাশিয়া, ইতালির পরে ভারতের নাম রয়েছে৷ ১০৯টি দেশের ভিন্ন ৮৩টি ক্রীড়াক্ষেত্রে ডোপিং বিরোধী এজেন্সিটি তাদের গবেষণা চালায়। তাতে অ্যাথলেটদের পাশাপাশি কুস্তিতে সবচেয়ে বেশি খেলোয়াড় ডোপ টেস্টে পজিটিভ বলে প্রমাণ পাওয়া যায়।

হিসেব অনুযায়ী রাশিয়ার ১৪৮ জন অ্যাথলেট ডোপিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ তালিকায় ইতালির ১২৩ জন অ্যাথলেট ডোপিং করেছেন৷ বিশ্ব ডোপিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷ ৯৬ জন খেলোয়াড় ২০১৪ সালের হিসেব অনুযায়ী ডোপিংয়ে অভিযুক্ত হয়েছেন৷ পরের দুই বছর আরও বেশি ভারতীয় খেলোয়াড় সরাসরি ডোপিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে একটি সূত্র জানায়। ভারতের ৯৬ জনের মধ্যে ৭৯ জন অ্যাথলেট প্রতিযোগিতায় লড়তে গিয়ে ডোপিংয়ে সরাসরি অভিযুক্ত হয়েছেন৷ বাকি ১৩জন অ্যাথলেট প্রতিযোগিতার বাইরে অভিযুক্ত হয়েছেন৷ ৯৬ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ২৩ জন মহিলা অ্যাথলেট রয়েছে বলেও জানায় ওয়াডা।

ডোপিংয়ের এই তালিকায় ভারতের পর শীর্ষ দশের মধ্যে রয়েছে যথাক্রমে বেলজিয়াম (৯১), ফ্রান্স (৯১), তুরস্ক (৭৩), অস্ট্রেলিয়া (৪৯), চীন (৪৯), ব্রাজিল (৪৬)ও দক্ষিণ কোরিয়ার (৪৩) খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।