ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিফা-এএফ‌সি সবই জা‌নে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
ফিফা-এএফ‌সি সবই জা‌নে! ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আস‌ছে ৩০ এ‌প্রি‌লের বাফু‌ফে নির্বাচন‌কে সাম‌নে রে‌খে এ‌কের পর এক অপ্রী‌তিকর ঘটনা ঘ‌টেই যা‌চ্ছে। স‌ম্মি‌লিত প‌রিষদ থে‌কে সভাপ‌তির প্র‌তিদ্ব‌ন্দ্বিতা করা কাজী সালাউ‌দ্দিন‌কে হুম‌কি ধাম‌কি ও নির্বাচন থে‌কে স‌রে দাঁড়া‌তে চাপ সৃ‌ষ্টির পর এবার কাজী সালাহউ‌দ্দি‌নের প্যা‌নেল প‌রি‌চি‌তি অনুষ্ঠান‌টি নিরাপত্তা ঝু‌কির কার‌ণে স্থ‌গিত করা হ‌লো।

আর এ সবই ফুটব‌লের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফ‌সি জা‌নে ব‌লে গণমাধ্যম‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন সালাউ‌দ্দিন।

বুধবার (২৭ এ‌প্রিল) বি‌কে‌লে বাফু‌ফে কার্যাল‌য়ে গণমাধ্যমর সাম‌নে বিষয়‌টি প‌রিস্কার ক‌রে ব‌লেন সালাউদ্দিন, 'নির্বাচন নি‌য়ে ঘ‌টিত প্র‌তি‌টি বিষয়ই ফিফা ও এএফ‌সি অবগত। উদ্ভুত প‌রি‌স্থি‌তি নি‌য়ে এএফ‌সির সে‌ক্রেটা‌রি জেনা‌রেলের সা‌থে আমার কথা হ‌য়ে‌ছে এবং উ‌নি ভীষণ বিরক্ত। '

এমন প‌রি‌স্থি‌তি‌তে য‌দি নির্বাচন কোন ভা‌বে না হয় তাহ‌লে বাংলা‌দেশ ফিফার সদস্যপদ হারা‌বে কী না? গণমাধ্যমের এমন প্র‌শ্নের জবা‌বে সালাউ‌দ্দিন জানা‌লেন, 'আ‌মি ফিফা কিংবা এএফ‌সি নই যে বল‌তে পার‌বো। ত‌বে আশা কর‌ছি বাংলা‌দে‌শের সা‌থে এমন‌ কিছুই হ‌বে না । '

এরআ‌গে ২৭ এ‌প্রিল সন্ধ্যায় রাজধানীর স্থানীয় এক‌টি হো‌টে‌লে স‌ম্মি‌লিত প‌রিষ‌দের প্যা‌নেল প‌রি‌চি‌তি অনুষ্ঠান স্থ‌গি‌তের কারণ জানাতে গি‌য়ে সালাউ‌দ্দিন ব‌লেন,' হো‌টেল‌টি‌তে আমরা গেল ৭ থে‌কে ৮ বছর নিয়‌মিত বাফু‌ফের অনুষ্ঠান ক‌রে আস‌ছি। এত‌দিন কোন সমস্যাই হয়‌নি কিন্তু বাধাগ্রস্থ হলাম আজ। কেননা হো‌টেল কতৃপক্ষ আমা‌দের জা‌নি‌য়ে‌ছে যে তারা এখা‌নে আমা‌দের নিরাপত্তা দি‌তে পার‌বে না। তাছাড়া গত দু'দিন ‌বেশ কিছু অপ্রী‌তিকর ঘটনা ঘটে‌ছে ফ‌লে কাউ‌ন্সিলর ও ক্লাব কর্তৃপক্ষ সবাই নিরাপত্তা নিয়ে বেশ উ‌দ্বিন্ন। তারা অনুষ্ঠা‌নে আস‌তে সাহস পা‌চ্ছে না। '

এসময় সালাউ‌দ্দিন আরও দা‌বি ক‌রেন যে গেল ৭ থে‌কে ৮ বছরের চাই‌তে বর্তমা‌নে বাংলা‌দেশ ফুটবল ফেডা‌রেশন তুলনামুলক অ‌নিরাপ‌দে।

বাংলা‌দেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৭ এ‌প্রিল, ২০১৬
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।