ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তহুরার জোড়া গোলে বাংলাদেশের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
তহুরার জোড়া গোলে বাংলাদেশের জয়

ঢাকা: তহুরার জোড়া গোলে এএফসি অনূর্ধ্ব-১৪ রিজিওনাল সেন্ট্রাল এন্ড সাউথ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৬ তে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশেরে হয়ে অপর গোলটি করেছেন মারিয়া।

আর ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন সুস্মিতা।

ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশে নারী দলের প্রথম জয়।

তাজিকিস্তানের দুশানবে স্টেডিয়ামে খেলার ৩৪ মিনিটে তহুরার গোলে ১-০ তে লিড পায় বাংলাদেশ। এরপর ৪২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মারিয়া। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে তহুরার দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ তে বাড়ায় লাল সবুজের দল। এরপর ৪৯ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করে ব্যবধান ৩-১ নিয়ে আসেন সুস্মিতা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এইচএএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।