ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির বিপক্ষে পূর্ণ ফিটনেসে রোনালদো-বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ম্যানসিটির বিপক্ষে পূর্ণ ফিটনেসে রোনালদো-বেনজেমা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস সমস্যা ঘিরে কয়েকদিন ধরেই একটা গুঞ্জন উঠছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজের সেরাটা দিতে পারবেন তো সিআর সেভেন? অন্যদিকে, করিম বেনজেমার খেলা নিয়েই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

তবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের স্বস্তি এনে দিয়েছেন কোচ জিনেদিন জিদান।

ইতিহাদ স্টেডিয়ামে রোনালদো ও বেনজেমা পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামবেন বলেই নিশ্চিত করেছেন জিদান। মঙ্গলবার (২৬ এপ্রিল) সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের সিটিজেনদের মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা।  বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

গত ২১ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের রাতে ঊরুতে সামান্য চোট পান রোনালদো। দলের সেরা তারকাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি জিদান। তাই রায়ো ভায়োকানোর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটিতে পর্তুগিজ অধিনায়ককে দলের বাইরে রাখেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

রোনালদোর অনুপস্থিতিতে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পায় লস ব্লাঙ্কসরা। এ ম্যাচেই ইনজুরিতে ভুগে প্রথমার্ধেই মাঠ ছাড়েন বেনজেমা। এতেই ম্যানসিটির বিপক্ষে তার খেলার সম্ভাবনাও শঙ্কার মুখে পড়ে। জিদানও স্বদেশী শিষ্যর খেলার ব্যাপারে অনিশ্চয়তার কথা ব্যক্ত করেছিলেন। কিন্তু, এখন যে আবার সুর বদলে গেছে!

সব শঙ্কা দূর করে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে পূর্ণ ফিটনেস নিয়ে নামার অপেক্ষায় রোনালদো ও বেনজেমা। জিদান তো সেরকম আভাসই দিলেন, ‘আমি মনে করি, তারা নিজেদের শতভাগ ফিটনেস ফিরে পাবে। দু’জনই এখন বেশ ভালো বোধ করছে। তারা এমন খেলোয়াড় যারা নিজেদের যত্ন নেয়। আমার ধারণা, খেলার জন্য দু’জনই পরিপূর্ণ ফিট হবে। ’

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।