ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সরে দাঁড়ালেন নুরু, রইল বাকি তিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
সরে দাঁড়ালেন নুরু, রইল বাকি তিন

ঢাকা: ফুটবলের অচেনা মুখ টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি পদে থাকা নুরুল ইসলাম নুরু হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন তিনি।

 

বাফুফের টানা দুইবারের সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে প্রার্থী হন তিনি। গত ১৬ এপ্রিল তিনি সভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।

‘ফুটবল বাঁচাও’ আন্দোলনের নেতা মনজুর কাদেরের গুলশানের অফিসে গিয়ে শনিবার (২৩ এপ্রিল) নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন নুরুল ইসলাম।

একই সঙ্গে নুরু জানান, আসন্ন নির্বাচনে বাঁচাও ফুটবল আন্দোলনের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খানকে তিনি সমর্থন দেবেন।

নুরু সরে দাঁড়ানোয় বাফুফের আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (৩০ এপ্রিল) সভাপতি পদে ভোটের লড়াইয়ে বাকি রইল তিনজন প্রার্থী। সভাপতি পদে কাজী মো: সালাহউদ্দিন ছাড়াও রয়েছেন নরসিংদীর সংসদ সদস্য কামরুল আশরাফ খান ও গোলাম রব্বানী হেলাল।

আগামী ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।