ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রথমবার পুরুষদের জেতালেন নারী কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
প্রথমবার পুরুষদের জেতালেন নারী কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস গড়লেন চ্যান ইউয়েন-টিং। হংকং প্রিমিয়ার লিগে প্রথম কোনো নারী কোচ হিসেবে ইস্টার্নকে (পুরুষদের দল) চ্যাম্পিয়ন শিরোপা পাইয়ে দেন তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) তেসুং কাওয়ান ও স্পোর্টস গ্রাউন্ডে সাউথ চায়নাকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবার শিরোপা উৎসবে মাতে দলটি।

 

এদিকে চ্যান দলকে শুধু ট্রফিই জেতাননি। তিনিই প্রথম নারী যিনি পেশাদার কোনো পুরুষ দলকে কোচিং করাচ্ছেন। গত ডিসেম্বরে দলটির কোচ হিসেবে নিয়োগ পান তিনি। যেখানে চ্যানের অধীনে দলটি ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টার্নের আগামী এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বও নিশ্চিত হলো।

ইস্টার্ন হংকংয়ের এফএ কাপেও দারুণ খেলেছে। তবে গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালে ইউয়েন লংয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় দলটি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।