ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছর শতবর্ষে পা রাখা কোপা আমেরিকার বিশেষ টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না নেইমারের। ফলে শুধুমাত্র ঘরের মাঠ ব্রাজিলে ‍রিও অলিম্পিকে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন এই তারকা।

এমনটি নিশ্চিত করলো নেইমারের ক্লাব বার্সেলোনা।

এর আগে বার্সা জানিয়েছিলো জাতীয় দলের হয়ে নেইমার একটি টুর্নামেন্টেই অংশ নিতে পারবেন। তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে নেইমারের ব্যাপারে লড়াই করার ঘোষাণা দিয়েছিলো।

তবে বার্সা জানিয়েছে সিবিএফ প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরো নেইমারকে শুধুমাত্র রিও ডি জেনেরিওতে অলিম্পেকে খেলার ব্যাপারে সম্মত হয়েছে।

কাতালান ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘ফুটবল ক্লাব বার্সেলোনা ধন্যবাদ জানায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও এর প্রেসিডেন্ট, মার্কো পোলো দেল নেরোকে। কারণ তারা আমাদের প্রস্তাবে সম্মত হয়েছে, নেইমার ৩-২১ আগস্টের মধ্যে রিও অলিম্পিকে অংশ নেবে। ’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এর ফলে নেইমার কোপা আমেরিকা আসরে খেলা থেকে নিজেকে সরিয়ে রাখছে। যেটি যুক্তরাষ্ট্রে ৩-২৬ জুন পর্যন্ত চলবে। ’

১৯১৬ সাল থেকে শুরু হওয়া কোপা আমেরিকা চলতি বছর শতবর্ষে পা রাখছে। যা এবার আয়োজন হচ্ছে দক্ষিণ আমেরিকার বাইরে। আসরে ১৬টি দল অংশ নেবে। যেখানে থাকছে ছয়টি কনকাকাফ দল।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।