ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উড়ন্ত জয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
উড়ন্ত জয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল নাপোলি ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগে বোলোনিয়ার জালে রীতিমতো গোল উৎসব করলো নাপোলি। ঘরের মাঠে ৬-০ গোলের উড়ন্ত জয়ে শিরোপা দৌড়েও টিকে থাকল মাউরিজিও সারির শিষ্যরা।

নাপোলির হয়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন বেলজিয়ান স্ট্রাইকার ড্রায়াস মার্টেন্স।

ঘরের মাঠ সাও পাওলো স্টেডিয়ামে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় গোল উৎসবের সূচনা করেন মানোলা গ্যাব্বিয়াদিনি। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ২৪ বছর বয়সী এ ইতালিয়ান স্ট্রাইকার। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

এ ম্যাচ দিয়ে গঞ্জালো হিগুয়েইনের তিন ম্যাচে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো। তবে আর্জেন্টাইন তারকার অভাবটা যেন বুঝতেই দেননি মার্টেন্স। দ্বিতীয়ার্ধের ৫৮, ৮০ ও ৮৮ মিনিটে তিনি হ্যাটট্রিক আদায় করে নেন। এর এক মিনিট পরই ভিজিটরদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড লোপেজ।

পয়েন্ট টেবিলে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। সমান ম্যাচে ৩৭ পয়েন্টে ১৪ নম্বরে বোলোনিয়া। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭৯।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।