ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়াল-ম্যানসিটি, অ্যাতলেতিকোর প্রতিপক্ষ বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
রিয়াল-ম্যানসিটি, অ্যাতলেতিকোর প্রতিপক্ষ বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি আর বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের স্প্যানিশ জায়ান্ট রিয়ালের প্রতিপক্ষ হিসেবে থাকছে ম্যানচেস্টার সিটি।

আর বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদ।

 

শুক্রবার (১৫ এপ্রিল) সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের সেমির ড্র অনুষ্ঠিত হয়।

 

দুই লেগ ভিত্তিতে খেলবে চারটি দলই। হোম ও অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে আগামী ২৬/২৭ এপ্রিল। আর ফিরতি লেগের ম্যাচ হবে ৩/৪ মে।

আগামী ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আসরের ফাইনাল হবে মিলানের সান সিরো স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ প্রথম লেগে জার্মান ক্লাব উলফসবার্গের বিপক্ষে ২-০ গোলে হারলেও নিজেদের মাটিতে ৩-০ গোলে জিতে ৩-২ অ্যাগ্রিগেটে সেমির টিকিট নিশ্চিত করে। দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের গোলমেশিন খ্যাত রোনালদো হ্যাটট্রিক করেন।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে হেরেছে বেনফিকা। প্রথম লেগে ১-০ গোলে জিতলেও পেপ গার্দিওলার শিষ্যরা ফিরতি লেগে ২-২ গোলের ড্র নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।

গতবারের ট্রেবল জেতা আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ শেষ চারের টিকিট কাটে। প্রথম লেগে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে দিয়েগো সিমিওনের শিষ্যরা ২-১ গোলে হারলেও ফিরতি পর্বে নিজেদের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে ২-০ গোলে হারিয়ে দেয় মেসি-নেইমার-সুয়ারেজদের। অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলের সুবাদে জয় তুলে নিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে সেমিফাইনালের মঞ্চে উঠে অ্যাতলেতিকো।

৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে সেমির টিকিট কাটে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। ফরাসি জায়ান্ট পিএসজিকে কাঁদিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে ম্যানইউ। ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা প্রথম লেগে ২-২ গোলে ড্র করে জ্লাতান ইব্রাহিমোভিচ, ডি মারিয়া, এডিনসন কাভানিদের পিএসজির বিপক্ষে। ফিরতি লেগে সিটিজেনদের বেলজিয়ান তারকা ডি ব্রুইনের একমাত্র গোলে সেমি নিশ্চিত করে সার্জিও আগুয়েরো, রাহিম স্টারলিং আর ডেভিড সিলভাদের দল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।