ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-২১ দলে ৩০ বছরের রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
অনূর্ধ্ব-২১ দলে ৩০ বছরের রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ দিনের হাঁটুর ইনজুরি থেকে সবে ফিরেছেন ওয়েন রুনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে খেলতে হলে তাকে পরীক্ষা দিতে হবে।

একই ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলবেন এ স্ট্রাইকার।

 

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম থেকে মাঠের বাইরে রুনি। যার কারণে রেড ডেভিলসদের পারফরম্যান্সও খুবই খারাপ। আর ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে মিডলসবার্গের বিপক্ষে অনূর্ধ্ব-২১ দলের হয়ে অন্তত এক ঘণ্টা খেলতে হবে ইংল্যান্ড অধিনায়ককে।

এ প্রসঙ্গে ম্যানইউ’র কোচ লুইস ফন গাল জানান, ‘সোমবার সে ৬০ মিনিট খেলবে। দেখবো সে কেমন করছে। সে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিল। অবশ্যই সে সেরা স্ট্রাইকার। তবে তাকে ফিট প্রমাণ করতে হবে। ’

রুনির অনুপস্থিতিতে প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে টটেনহামের বিপক্ষে মাঠে নামে ম্যানইউ। তবে ম্যাচের নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রুনিহীন ফন গালের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘন্টা, ১১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।